হোম > অপরাধ > চট্টগ্রাম

যুবলীগ নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ফেনী প্রতিনিধি

ফেনী শহরে এক কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছেন। 

ভুক্তভোগী কিশোরী ফেনীর একটি স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম তারেক। তিনি ফলেশ্বর এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে। 
ভুক্তভোগীর ভাই জানান, ফেনী পৌরসভায় সপরিবারে বসবাস করেন তারা। দীর্ঘদিন প্রতিবেশী যুবলীগ নেতা তারেক তাঁর বোনকে উত্ত্যক্ত করে আসলেও তারা ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। গতকাল মঙ্গলবার সকালে হঠাৎ তারেক তাদের ঘরে প্রবেশ করে তাঁর বোনকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় আমরা জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশকে অবহিত করি। পুলিশ আমার বোনকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যায়। 

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে তারেক পলাতক। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার পর জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে। 

এদিকে স্থানীয় সূত্র জানায়, তারেক দীর্ঘদিন ফলেস্বর এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। ক্ষমতাসীন হওয়ায় স্থানীয়রা তাঁর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। তারেক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আলীর অনুসারী। সম্প্রতি তিনি ওয়ার্ড যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলেন।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১