হোম > অপরাধ > চট্টগ্রাম

রামুতে জমি নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধের জেরে নুরুল আমিন নামে এক ট্রাকচালককে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার সকাল ১০টায় রামু ধেছুয়াপালং বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী ও স্বজনেরা। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এর আগে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল আমিন। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ আগস্ট নুরুল আমিনের ঘরে ঢোকেন একই এলাকার মো. নুরুল হক, আমির হামজা, শাহাজান, আব্দুল্লা আল কাফি, আব্দুল বারী। এ সময় তাঁরা সবাই মিলে নুরুল আমিনের মাথায় দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল তাঁর মৃত্যু হয়। 

খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি বলেন, জমি বিরোধের জেরে আমিনকে খুন করা হলো। ছোট একটি বিরোধকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ড আগে এলাকায় ঘটেনি। 

নিহত নুরুল আমিনের বড় মেয়ে তাসলিমা আক্তার রাফি আজকের পত্রিকাকে জানান, দা দিয়ে কোপানোর পর তাঁর বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে থাকাকালীন অবস্থায় গতকাল বিকেল ৪টার দিকে মারা যান তাঁর বাবা। 

মানববন্ধনে উপস্থিত হয়ে ধেছুয়াপালং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমিজ আহমেদ বলেন, নিহত নুরুল আমিনের পাঁচ কন্যা ও এক ছেলে আছে। এখন নুরুল আমিনের ছেলে-মেয়েদের দেখার মতো কেউ নেই। 

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, দা দিয়ে কোপানোর ঘটনার পর হত্যাচেষ্টার মামলা হয়েছিল। আহত ব্যক্তির মৃত্যুর পর এটি হত্যা মামলা হবে। আর এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ