কক্সবাজার সদর উপজেলায় আব্দুল আজিজ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের উল্টাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ভারুয়াখালীর ৯ নম্বর ওয়ার্ডের উল্টাখালী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ‘নিহত যুবক আজিজ একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিল। প্রায় সময় সশস্ত্র অবস্থায় চলাফেরা করত। এলাকায় তার সঙ্গে অনেকের বিরোধ ছিল।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গীয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত আবদুল আজিজের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তার পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার বিরোধ ছিল।’
ওসি শেখ মুনীর আরও বলেন, ‘তার একটি নিজস্ব গ্রুপ রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে কোনো পক্ষ তাকে কুপিয়ে হত্যা করতে পারে। এ বিষয়ে পুলিশ তদন্ত করেছে। এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও এখনি কোনো অভিযোগ দেওয়া হয়নি।’