হোম > অপরাধ > চট্টগ্রাম

অপরাধ করলে অবশ্যই শাস্তি পেতে হবে, প্রদীপের ভাই

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

অপরাধ করলে অবশ্যই শাস্তি পেতে হবে। রায়ে কি ঘোষণা আসছে তাঁর জন্য টেলিভিশনে খবর দেখছেন তিনি। আজ সোমবার রায় ঘোষণার আগে দুপুর দেড়টার দিকে এসব কথা বলেন সাবেক ওসি প্রদীপের সৎ ভাই রণজিত দাশ। 

বাড়ির অদূরে রণজিত দাশের চায়ের দোকান। তিনি দোকানে টেলিভিশনের খবর দেখছেন বারবার। আবার কাস্টমারদের কাছে পণ্যও বিক্রি করছেন। ৫ ভাই ও ৭ বোনের মধ্যে রণজিত দাশ সবার বড়। ওসি প্রদীপ দাশের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর সারোয়াতলী গ্রামে। মৃত হরেন্দ্র দাশের ৫ ছেলের মধ্যে ওসি প্রদীপ হলেন চতুর্থ সন্তান। হরেন্দ্র দাশ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চাকরিজীবী ছিলেন। 

টিভিতে রণজিত দাশ আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলার রায়ের অপেক্ষায় আছেন তিনি। 

রণজিত দাশ জানান, ওসি প্রদীপের পড়াশোনা এবং বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। গ্রামেও আসতেন। প্রদীপের স্ত্রী ও দুই ছেলে রয়েছে। বাড়িতে অন্যান্য ভাইয়েরা পাকা বাড়ি রয়েছে। তবে ওসি প্রদীপের অংশের বাড়িটি এখনো টিন ও বেড়া দিয়ে জীর্ণ অবস্থায় পড়ে আছে। 

ওসি প্রদীপের কর্মকাণ্ডে এলাকাবাসী খুব একটা তাঁদের ভালো চোখে দেখছেন না জানিয়ে রণজিত দাশ বলেন, ‘কারও একার অপরাধের দায় তো সবাই নিতে পারে না। তবুও আত্মীয়স্বজন সবার কাছে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে আমাদের।’ 

এদিকে বাড়ির সঙ্গে লাগোয়া একটি মন্দিরের উৎসব হবে আগামীকাল। সে উপলক্ষে প্রদীপদের বাড়ির উঠানে করা হয়েছে প্যান্ডেল। কিন্তু আজ রায়ে দিনে সুনসান নীরবতা আর থমথমে পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে প্রদীপের গ্রামের বাড়ি ঘুরে। 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ