হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় বকশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে সহকর্মী খুনের ঘটনায় আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বকশিশের ১০০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে সহকর্মীকে খুনের আসামি গোলাম রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বুধবার ওই হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার আসামিকে গ্রেপ্তার করা হয়। নিহত মো. মারুফ (১৯) সদর দক্ষিণ উপজেলার ঘোষগাঁও কাজী বাড়ির মৃত হাফিজুর রহমানের ছেলে।

র‍্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, বুধবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার এলাকায় এস কে পেট্রলপাম্পে কর্মরত মো. মারুফকে তাঁর সহকর্মী গোলাম রাব্বি ছুরিকাঘাত করেন। তাঁকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাকিব হোসেন বলেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে গোলাম রাব্বিকে আসামি করে মামলা করেন। পরে র‍্যাব গতকাল রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে গোলাম রাব্বিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত মারুফ ও রাব্বি হোসেন প্রায় তিন মাস আগে একসঙ্গে এস কে ফিলিং স্টেশনে চাকরিতে যোগ দেন। শিফট অনুযায়ী ৯ মে রাত ৮টা থেকে ১০ মে সকাল ৮টা পর্যন্ত রাব্বির বদলি হিসেবে দায়িত্ব পালন করেন মারুফ। এ সময় বিভিন্ন যানবাহনের চালকের কাছ থেকে পাওয়া বকশিশের ১০০ টাকার ভাগ দাবি করেন রাব্বি। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বি অফিস কক্ষ থেকে ছুরি এনে মারুফকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক