হোম > অপরাধ > চট্টগ্রাম

উখিয়ায় রোহিঙ্গাদের গণপিটুনিতে আরসা সদস্য নিহত 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের গণপিটুনিতে আরাকান রোহিঙ্গা স্যলভেশন আর্মির (আরসা) এক সদস্য নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আজ রোববার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরের জি/ ১ ব্লকে এ ঘটনা ঘটে।

এর আগে আজ ভোরে একদল দুর্বৃত্ত আশ্রয়শিবিরে এসে এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় স্থানীয়দের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে ওই ব্যক্তি স্থানীয়দের হাতে ধরা পড়েন। এ ছাড়া এ সময় গুলিতে তিনজন রোহিঙ্গা আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ভোরে ২০ থেকে ২৫ জনের একদল আরসা সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। তাদের গুলিতে তিনজন রোহিঙ্গা আহত হয়েছে। কিছুক্ষণের মধ্যে চিৎকার শুরু করে আশ্রয়শিবিরের সাধারণ রোহিঙ্গারা। এরপর তারা ধাওয়া করে আরসা সদস্যদের। একপর্যায়ে তাদের একজন ধরা পড়ে।’

ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, ‘আটক ব্যক্তিকে ক্ষুব্ধ রোহিঙ্গারা গণপিটুনি দেয় এবং দা দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে।’

আরসা সদস্যদের এলোপাতাড়ি গুলিতে আহতরা হলেন ১৩ নম্বর আশ্রয়শিবিরের জি/ ১ ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) এবং তাঁর দুই ছেলে মোহাম্মদ রফিক (২৫) ও মোহাম্মদ জুবায়ের (১৮)।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা