হোম > অপরাধ > চট্টগ্রাম

উখিয়ায় রোহিঙ্গাদের গণপিটুনিতে আরসা সদস্য নিহত 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের গণপিটুনিতে আরাকান রোহিঙ্গা স্যলভেশন আর্মির (আরসা) এক সদস্য নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আজ রোববার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরের জি/ ১ ব্লকে এ ঘটনা ঘটে।

এর আগে আজ ভোরে একদল দুর্বৃত্ত আশ্রয়শিবিরে এসে এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় স্থানীয়দের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে ওই ব্যক্তি স্থানীয়দের হাতে ধরা পড়েন। এ ছাড়া এ সময় গুলিতে তিনজন রোহিঙ্গা আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ভোরে ২০ থেকে ২৫ জনের একদল আরসা সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। তাদের গুলিতে তিনজন রোহিঙ্গা আহত হয়েছে। কিছুক্ষণের মধ্যে চিৎকার শুরু করে আশ্রয়শিবিরের সাধারণ রোহিঙ্গারা। এরপর তারা ধাওয়া করে আরসা সদস্যদের। একপর্যায়ে তাদের একজন ধরা পড়ে।’

ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, ‘আটক ব্যক্তিকে ক্ষুব্ধ রোহিঙ্গারা গণপিটুনি দেয় এবং দা দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে।’

আরসা সদস্যদের এলোপাতাড়ি গুলিতে আহতরা হলেন ১৩ নম্বর আশ্রয়শিবিরের জি/ ১ ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) এবং তাঁর দুই ছেলে মোহাম্মদ রফিক (২৫) ও মোহাম্মদ জুবায়ের (১৮)।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের