হোম > অপরাধ > চট্টগ্রাম

বাস কাউন্টারসহ দশটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে বাস কাউন্টারে ভাড়ার তালিকা না টাঙানো, মার্কেটে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও অননুমোদিত বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রির অভিযোগে ১০ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার নগরীর প্রবর্তক মোড় ও দামপাড়ায় পৃথক অভিযানে এ জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘কাউন্টারে ভাড়ার তালিকা না টাঙানোয় দামপাড়ায় সোহাগ পরিবহন ও শ্যামলী এনআর ট্রাভেলসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নগরীর প্রবর্তক মোড়ে অননুমোদিত বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রির জন্য মিমি সুপার মার্কেটের ৪টি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, একইদিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৪ প্রতিষ্ঠানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে প্রবর্তক মোড়ে অবস্থিত কেবিএইচ প্লাজার সেলিম পাঞ্জাবিকে ১ লাখ টাকা, রাজস্থানকে (পাঞ্জাবির আউটলেট) ১ লাখ টাকা এবং ভাসাবি শপিং মলকে ৩০ হাজার ও আফমি প্লাজার অ্যাপেক্স সু এর একটি আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল