হোম > অপরাধ > চট্টগ্রাম

কাবিনের টাকার জন্য স্বামীকে অপহরণের অভিযোগ, স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কাবিনের টাকা দাবি করে স্বামীকে অপহরণ করে আটকে রাখার অভিযোগে স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— পান্না আক্তার (২৯) ও তাঁর ছোট ভাই জাহেদুল ইসলাম জাবেদ (১৯)।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার নোয়াখালীর কবিরহাটে শ্বশুরবাড়ি থেকে মো. পারভেজকে উদ্ধার করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, গত ১৩ এপ্রিল সকালে খুলশী থানার নাসিরাবাদ প্রপার্টিজ আবাসিক এলাকার কর্মস্থল থেকে পারভেজকে তুলে নিয়ে যায় পান্নার পরিবারের সদস্য ও সহযোগীরা। এ ঘটনা ভবনের সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে পারভেজের মা বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা করেন।

ওসি সন্তোষ বলেন, ‘পারিবারিক কলহের জেরে গত ফেব্রুয়ারিতে শ্বশুরবাড়ি থেকে কবিরহাটে বাবার বাড়িতে চলে যান পান্না। সেখানে গিয়ে পারভেজকে কাবিনের ১০ লাখ টাকা দিতে বলেন। টাকা না দিলে আলাদা বাসা নিয়ে থাকার জন্য চাপ দিতে থাকেন পান্না। এক চিকিৎসকের ব্যক্তিগত গাড়ির চালক পারভেজ এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এর জের ধরে অপহরণের ঘটনা ঘটে।’

পুলিশ জানায়, বছর চারেক আগে টেলিফোনে পারভেজের সঙ্গে তাঁর দুই বছরের বড় পান্নার পরিচয় হয়। পারভেজের পরিবার প্রথমে এ বিয়ে না মানলেও পরে মেনে নেয়। কিন্তু শ্বশুরবাড়িতে পান্না তাঁর শাশুড়িকে ‘নির্যাতন’ করলে পারিবারিক অশান্তি শুরু হয়। এর মাঝে তাঁদের এক সন্তান জন্মের পরপরই মারা যায়। এরপর কলহ আরও বেড়ে যায়। পারভেজের সঙ্গে বিয়ের আগে পান্নার আরও দুটি বিয়ে হয়েছিল।

ওসি বলেন, পারভেজকে উদ্ধারের পর তিনি চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে জবানবন্দি দিয়েছেন। স্ত্রী পান্না ও শ্যালক জাহেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল