হোম > অপরাধ > চট্টগ্রাম

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অফিস সহকারী আটক

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই স্কুলের অফিস সহকারী (কেরানি) নুর নবীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) ভুক্তভোগী স্কুলছাত্রীর মা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিলে তাঁকে পুলিশে দেওয়া হয়।

জানা গেছে, ভুক্তভোগীর ছাত্রীর মা লিখিত অভিযোগ দেওয়ার পর প্রধান শিক্ষক তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ম্যানেজিং কমিটিকে বিষয়টি জানান। বিকেলে বিষয়টি নিয়ে বৈঠক ডাকেন ইউএনও। এ সময় ভুক্তভোগীর বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পাওয়া গেলে অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করে পুলিশে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, মতিগঞ্জের ইউপি চেয়ারম্যান রবিউজ্জমান বাবু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিনসহ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার অফিস সহকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব হয়। 

এদিকে আটকের পূর্বে অফিস সহকারী নুর নবী ঘটনা অস্বীকার করে বলেন, ‘ছাত্রীদের আমি নিজের সন্তানের মতো দেখি। আমি এমন কাজ করিনি।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত