হোম > অপরাধ > চট্টগ্রাম

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অফিস সহকারী আটক

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই স্কুলের অফিস সহকারী (কেরানি) নুর নবীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) ভুক্তভোগী স্কুলছাত্রীর মা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিলে তাঁকে পুলিশে দেওয়া হয়।

জানা গেছে, ভুক্তভোগীর ছাত্রীর মা লিখিত অভিযোগ দেওয়ার পর প্রধান শিক্ষক তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ম্যানেজিং কমিটিকে বিষয়টি জানান। বিকেলে বিষয়টি নিয়ে বৈঠক ডাকেন ইউএনও। এ সময় ভুক্তভোগীর বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পাওয়া গেলে অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করে পুলিশে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, মতিগঞ্জের ইউপি চেয়ারম্যান রবিউজ্জমান বাবু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিনসহ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার অফিস সহকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব হয়। 

এদিকে আটকের পূর্বে অফিস সহকারী নুর নবী ঘটনা অস্বীকার করে বলেন, ‘ছাত্রীদের আমি নিজের সন্তানের মতো দেখি। আমি এমন কাজ করিনি।’

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের