হোম > অপরাধ > চট্টগ্রাম

চোর চক্রের আস্তানা থেকে ১২ সিএনজি অটোরিকশা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চুরির পর ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন ও ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করত একটি চক্র। চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড ও পাঁচলাইশ থেকে চক্রটির সদস্যদের আটক করতে সক্ষম হয় পুলিশ। 

আটকেরা হলেন—চক্রের হোতা মো. সবুজ (২৯), মোস্তফা রেজা ওরফে পিয়ারু (২৭) ও সাইফুল ইসলাম (৩০)। 

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন বলেন, তাঁরা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চুরির পর সেগুলোর রং, ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন এবং ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করতেন। 

চোরাই সিএনজি অটোরিকশাসহ আটকের পর তাঁদের বিরুদ্ধে আজ শুক্রবার চান্দগাঁও থানায় পুলিশ পরিদর্শক আরিফুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। 

এই ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছেন বলে জানান উপকমিশনার মুহাম্মদ আলী।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ