ফেনীর পরশুরাম থানার পুলিশ ধর্ষণ মামলার প্রধান আসামি ইয়াছিন আরাফাতকে (২০) গতকাল রোববার রাতে গ্রেপ্তার করেছে। আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, ইয়াছিন আরাফাত পৌর এলাকার অনন্তপুর গ্রামের লিটন পাটোয়ারির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পরশুরাম পৌর এলাকার অনন্তপুর গ্রামের জনৈক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ওই নারী বাদী হয়ে ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি মামলা করেন।
পুলিশ অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পরশুরাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে অনন্তপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, ধর্ষণ মামলার আসামি ইয়াছিন আরাফাতকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।