হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

সালিস বৈঠককে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগতির রামদয়াল বাজারে প্রতিপক্ষের হামলায় নুরনবী মাস্টার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। নিহত নুরনবী মাস্টারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, চার দিন আগে রামগতি উপজেলার চরমেহের এলাকার নুরনবী মাস্টারের নাতি মঞ্জুর হোসেন স্ত্রীকে নিয়ে রিকশা যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। একই এলাকার আলাউদ্দিনের ছেলে শাহাদত হোসেন তাঁদের দেখে অশ্লীল ইঙ্গিত করেন। ওই দিন রাতে শাহাদত হোসেনকে মারধর করেন মঞ্জুর হোসেনসহ অন্যরা। আজ দুপুরে রামদয়াল বাজারে আবদুল মতিন মাস্টারের ঘরে এ নিয়ে সালিস বৈঠক শুরু হয়। বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে শাহাদত হোসেন ও মামুনের নেতৃত্বে কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে নুরনবী মাস্টার ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও ৫ জন। নুরনবী মাস্টার উপজেলার চরমেহের এলাকার মৃত মাহফুজুল হকের ছেলে। 

পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ