হোম > অপরাধ > চট্টগ্রাম

স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, র‍্যাবের হাতে গ্রেপ্তার আরও দুজন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর জমাদার বাজারের স্বর্ণ ব্যবসায়ী অর্জুন ভাদুড়ী হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরদুয়ানী বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. রাকিব ও মো. আয়নাল মাল। এর আগে অর্জন হত্যার ঘটনায় গত ৩০ ডিসেম্বর সিসিটিভি ফুটেজের মাধ্যমে জাফর হাওলাদার নামের এক যুবককে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান, থানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জাফর হাওলাদরকে শনাক্ত করা হয়। ডাকাতি সংঘটিত হওয়ার সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। জাফরকে জিজ্ঞাসাবাদে তিনি হত্যা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

ওসি আরও জানান, গত শুক্রবার গভীর রাতে র‍্যাব পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরদুয়ানী বাজার এলাকা থেকে রাকিব ও আয়নালকে গ্রেপ্তার করে। এ সময় রাকিবের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁরা ডাকাতি ও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। 

অর্জুন চন্দ্র ভাদুড়ী (৫৭) ফেনীর সোনাগাজী এলাকায় স্বর্ণের ব্যবসা করতেন। গত ৩০ অক্টোবর দুপুরে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন তাঁর স্বর্ণের দোকানে ঢুকে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার লুট করে। অর্জুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। 

অর্জুন চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অর্জুনের ছেলে ১ নভেম্বর সোনাগাজী থানায় মামলা করেন। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার