হোম > অপরাধ > চট্টগ্রাম

রামুতে গরু ডাকাতির পর যুবকের লাশ উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ডাকাতি ঘটনার পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গোয়ালঘর থেকে গরু লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা পেয়ে ডাকাতের দল তাঁকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শিকলঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মির কাসেম (৩০) মৃত নিয়ামত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার গভীর রাতে একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর গোয়ালঘর থেকে গরু ডাকাতি করতে আসে একদল সশস্ত্র ডাকাত। বিষয়টি টের পেয়ে মোহাম্মদ আলীর ভাইপো মির কাসেম চিৎকার-চেঁচামেচি শুরু করেন। 

আবদুল্লাহ আরও বলেন, ‘এ সময় ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে দুটি গরু নিয়ে চলে যায়।’

স্থানীয় ইউপি সদস্য জাফর আলম বলেন, এলাকাবাসী আজ বুধবার সকালে শিকলঘাট সেতুর পূর্ব পাশের সবজিখেতে নিহত মির কাসেমের হাত-পা ও মুখ বাঁধা লাশ দেখে রামু থানার পুলিশে খবর দেয়। 

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁকে হত্যার পর হাত-মুখ বেঁধে সেখানে ফেলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়