হোম > অপরাধ > চট্টগ্রাম

সুবর্ণচরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হত্যা ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। শনিবার সকালে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ পাহারায় নোয়াখালী জেলা আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে ওই ব্যক্তি নিহত ফরিদ সর্দার হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০)। তিনি উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের চরলক্ষী গ্রামের হুদু সর্দারের ছেলে। 

চরজব্বার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উৎপল দেওয়ান বলেন, হত্যা ডাকাতিসহ একাধিক মামলায় পলাতক আসামি ইসমাইলকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কৌশলে গ্রেপ্তার করা হয়েছে। 

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত হত্যা, ডাকাতিসহ একাধিক মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। বিকেলে আদালত তাঁকে কারাগারে পাঠান। 

উল্লেখ্য, গত বছর ৫ নভেম্বর চরক্লার্ক ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল ফরিদ সর্দার ও চাঁন মিয়া। পথে কমলার বাপের দোকান এলাকায় পৌঁছালে কয়েকজন অস্ত্রধারী তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় অস্ত্রধারীরা মোটরসাইকেল থেকে নামিয়ে ফরিদ ও চাঁন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে জখম এবং পরে ফরিদ সর্দারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে মারা যান ফরিদ সর্দার। 

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়