হোম > অপরাধ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে আট লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ টাকার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনীর হাংকার বিরিঞ্চী একাডেমি এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মো. রাসেল (৩০) ও চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা এলাকার মৃত নুরুচ্ছাপার ছেলে মো. পারভেজ (২৮)।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গতকাল রাতে মহাসড়কে ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান উপপরিদর্শক (এসআই) এইচ এম দেলোয়ার হোসেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

থানার পরিদর্শক আরও বলেন, একইদিন রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে পৌর সদরের দক্ষিণ বাইপাস সংলগ্ন মডার্ন হাসপাতালের সামনে অভিযান চালান উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ মাহমুদ। অভিযানকালে বাসস্ট্যান্ড থেকে হেঁটে আসা যুবক পারভেজের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তাঁকে দাঁড়াতে বললে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাঁর কাছ থেকে ১ হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করে। 

পৃথক দুটি অভিযানে উদ্ধার করা ২ হাজার ৬৬৫ পিস ইয়াবার মূল্য প্রায় ৮ লাখ টাকা। 

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫