হোম > অপরাধ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে আট লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ টাকার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনীর হাংকার বিরিঞ্চী একাডেমি এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মো. রাসেল (৩০) ও চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা এলাকার মৃত নুরুচ্ছাপার ছেলে মো. পারভেজ (২৮)।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গতকাল রাতে মহাসড়কে ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান উপপরিদর্শক (এসআই) এইচ এম দেলোয়ার হোসেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

থানার পরিদর্শক আরও বলেন, একইদিন রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে পৌর সদরের দক্ষিণ বাইপাস সংলগ্ন মডার্ন হাসপাতালের সামনে অভিযান চালান উপপরিদর্শক (এসআই) ইলিয়াছ মাহমুদ। অভিযানকালে বাসস্ট্যান্ড থেকে হেঁটে আসা যুবক পারভেজের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তাঁকে দাঁড়াতে বললে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাঁর কাছ থেকে ১ হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করে। 

পৃথক দুটি অভিযানে উদ্ধার করা ২ হাজার ৬৬৫ পিস ইয়াবার মূল্য প্রায় ৮ লাখ টাকা। 

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট