হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা: আরও ৩ জন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে যুবলীগ নেতা জামাল হোসেন (৪৫) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি, বোরকা ও ক্যানভাস সু জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল মান্নান বলেন, ‘গত ৩০ এপ্রিল রাতে গৌরীপুর পশ্চিম বাজারসংলগ্ন মসজিদের সামনে তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে বোরকা পরিহিত তিন দুর্বৃত্ত গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ আসামিদের গ্রেপ্তারের তৎপরতা বৃদ্ধি করে। প্রাথমিকভাবে ঘটনাস্থলের আশপাশে থাকা সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বোরকা পরা তিনজনকে শনাক্ত করে এবং তাদের ঘটনাস্থলে প্রবেশ ও বাইরের রাস্তা নিশ্চিত করা হয়। পরিকল্পনা অনুযায়ী এ হত্যাকাণ্ডে কয়েকটি দল ও উপদল অংশ নেয়।’

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল মান্নান আরও বলেন, ‘৬ মে রাতে আসামিদের ঘটনাস্থলে যাওয়ার আগে ও পালিয়ে যাওয়ার সময় ব্যবহৃত একটি কালো গাড়ি জব্দ করা হয়। আটক করা হয় গাড়িচালক মো. সুমন হোসেনকে (২৭)। তিনি তিতাস উপজেলার পালপুর এলাকার সামছুল হকের ছেলে। তাঁর বাড়ি তল্লাশি করে এবং তাঁর দেওয়া তথ্য ধরে ঘটনার সময় বোরকা পরিহিত আসামিদের ব্যবহৃত দুই জোড়া ক্যানভাস সু এবং ঘটনার সময় সুমনের পরিহিত একটি ট্রাউজার জব্দ করা হয়। এ ছাড়া এই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিবি পুলিশ তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার মো. রবি (৩৩), মো. শাহ পরানকে (৩৪) ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এর আগে র‍্যাব তিতাস উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুল ইসলাম সোহেল শিকদারসহ তিনজনকে গ্রেপ্তার করে। আদালতে হাজির করে তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া প্রমুখ।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির