হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ 

কক্সবাজার প্রতিনিধি

পর্যটন নগরী কক্সবাজারে আসা একটি যাত্রীবাহী বাস থেকে এবার তিন কেজি ৪৮৫ গ্রাম কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। 

আজ শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অভিযান চালিয়ে এসব কোকেন উদ্ধার করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘কুষ্টিয়া থেকে যাত্রীবাহী বাসযোগে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এ খবরে বিজিবির একটি দল কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে কক্সবাজার শহরমুখী একটি বাস আসতে দেখে সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা বাসটি থামার নির্দেশ দেয়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তি বাস থেকে লাফ দিয়ে কৌশলে পালিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘পরে বাসটিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কোকেনগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।’ 

এর আগে গত ৩ ও ১৭ নভেম্বর কুষ্টিয়া থেকে আসা দুইটি বাসে তল্লাশি করে ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও