হোম > অপরাধ > চট্টগ্রাম

নকল স্বর্ণের বার দিয়ে আসল স্বর্ণসহ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে এক নারীর কাছ থেকে প্রতারক চক্র নকল স্বর্ণের বার দিয়ে আসল স্বর্ণসহ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের এম. জে স্কয়ার কমিউনিটি সেন্টার সংলগ্ন পাইপের গোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী নাম রুশনী আকতার। তিনি রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী। 

ভুক্তভোগী রুশনী আকতার বলেন, ‘আমার ছেলে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাফায়েত উদ্দিন (১৩) খেলার ছলে স্কুলের জানালায় উঠেছিল। সেখান থেকে পড়ে গিয়ে তাঁর বাম হাত ভেঙে যায়। চিকিৎসার জন্য মুন্সিরঘাটায় একটি ডায়াগনস্টিক সেন্টারে যাই। সেখানে গিয়ে জানতে পারি হাতের প্লাস্টার করার জন্য সাড়ে হাজার টাকা প্রয়োজন। পরে ছেলেকে সেখানে রেখে বাড়িতে গিয়ে টাকা নিয়ে জানালী হাট থেকে সিএনজি চালিত অটোরিকশায় উঠি। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের এম. জে স্কয়ার কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় গিয়ে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগে ২২ ক্যারেট লেখা সংবলিত একটি নকল স্বর্ণের বার (তামার বার), ৬০০ টাকাসহ একটি চিরকুট পড়ে শুনিয়ে ফাঁদে ফেলে তিন আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ছেলের চিকিৎসা ও ঘর খরচের জন্য ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকেরা।’ 

এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার উপপরিদর্শক (এস. আই) অজয় দেব শীল বলেন, ‘এখনো পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ