কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিনহাজ উল করীম ভূঁইয়া কুমিল্লা মেডিকেল কলেজের ২৪ ব্যাচের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায়।
হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘অ্যাপ্রোন পরা অবস্থায় নিজ কক্ষ থেকে ওই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই কক্ষে একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা—আমার মৃত্যুর জন্য আমি ছাড়া আর কেউ দায়ী নয়।’
ওসি আরও জানান, মিনহাজের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।