হোম > অপরাধ > চট্টগ্রাম

চিরকুট লিখে কুমিল্লায় ইন্টার্ন চিকিৎসকের ‘আত্মহত্যা’

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে এক ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিনহাজ উল করীম ভূঁইয়া কুমিল্লা মেডিকেল কলেজের ২৪ ব্যাচের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায়। 

হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ এসব তথ্য নিশ্চিত করেন। 

সহকর্মীদের বরাত দিয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, মিনহাজ একা থাকতেন। দরকার না হলে কারও সঙ্গে কথা বলতেন না। 

ওসি বলেন, ‘অ্যাপ্রোন পরা অবস্থায় নিজ কক্ষ থেকে ওই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই কক্ষে একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা—আমার মৃত্যুর জন্য আমি ছাড়া আর কেউ দায়ী নয়।’ 

ওসি আরও জানান, মিনহাজের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। 

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের