হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে ১৪ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছয় প্যাকেট তাসের বান্ডিল ও ৩ হাজার ৪২ টাকা উদ্ধার করা হয়। গতকাল রোববার বাকলিয়ার ময়দার মিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাহার (৫০), মো. কামাল হোসেন (৪৫), মো. রাজু (২২), ইকবাল (২৯), আশরাফ আলী (৫৫), দেলোয়ার হোসেন (৩৫), আলমগীর (৩৪), মো. কাউসার (২৪), মো. তৈয়ব (৩০), জয়নাল আবেদীন (৩০), আবুল হোসেন (৩৪), মাঈনুল (২৬), তাজুল ইসলাম (৩০) ও মো. সাকিব (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন জানান, জুয়ার আসর থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ছয় প্যাকেট তাসের বান্ডিল ও ৩ হাজার ৪২ টাকা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক