টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে পূর্ব শত্রুতার জেরে অস্ত্রধারী একদল রোহিঙ্গার গুলিতে স্থানীয় কিশোর সহ তিন সহোদর আহত হয়েছেন। আজ বুধবার ভোরে হ্নীলার ন্যাচার পার্কের উত্তরে ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ন্যাচার পার্ক এলাকার হাবিবুর রহমানের তিন ছেলে রহমতুল্লাহ (৩০), সালামতুল্লাহ (২২) ও মোহাম্মদ হোছন (১৬)। তাঁরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, পূর্ব শত্রুতার জেরে একদল অস্ত্রধারী রোহিঙ্গা হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায় এবং পালিয়ে যায়। সংবাদ পেয়ে এপিবিএন ও টেকনাফ থানা-পুলিশের পৃথক দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে পাঠিয়ে দেন। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
টেকনাফ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, আহতদের অবস্থা গুরুতর বেশি হওয়ায় তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে আহত ওই তিনজনের ওপরে রোহিঙ্গারা গুলি চালিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে ১০-১২ জন জড়িত ছিলেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে জাদিমুড়া শিবিরের মৃত বশরের ছেলে হাসেমুল্লাহ, নুরু ও আবু তাহের, গোলাম নবীর ছেলে আব্দুল রহমান প্রকাশ বেজি, আজিমুল্লাহ ও শুক্কুরকে প্রাথমিক চিহ্নিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।