হোম > অপরাধ > চট্টগ্রাম

কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষ, ৪ গুলিবিদ্ধসহ আহত ১৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাকলিয়ার আবদুল লতিফ হাটখোলা এলাকার স্থানীয় দু-পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কবরস্থানের নিয়ন্ত্রণ দখল নিয়ে এ সংঘর্ষ হয়।

গুলিবিদ্ধ ৪ জন হলেন–মো. মাসুদ (২৮), মো. মুরাদ (২৫), মো. ফয়সাল (২৮), ও আবদুল্লাহ কাইছার (৩৯)। মারামারিতে আহত হয়েছেন মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫), ও মো. সামাদ (২২)।

বাকলিয়া থানা-পুলিশ জানায়, সকাল ১০টার দিকে এলাকার বড় মৌলভি কবরস্থানে নতুন সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে স্থানীয় বড় মৌলভি বাড়ির লোকজন ও ইয়াকুব আলীর লোকজনের সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, করবস্থানটি বড় মৌলভি নামে এক ব্যক্তি কবরস্থানের নামে ওয়াকফ করেছেন। সেটি সামাজিক কবরস্থান হিসেবেই ব্যবহার করা হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালী ইয়াকুব আলী ‘সামাজিক কবরস্থান’ নামে সাইনবোর্ড টানিয়ে নিয়ন্ত্রণ দখল করেন। স্থানীয়দের অভিযোগ, ইয়াকুব আলী কবর প্রতি ১০ হাজার টাকা করে নেন। এ কারণেই বড় মৌলভি বাড়ির লোকেরা নতুন সাইনবোর্ড লাগাতে যান। এ সময় উভয় পক্ষে তর্কাতর্কি থেকে সংঘর্ষ হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, স্থানীয় দু-পক্ষের বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা যাওয়ার আগেই সেখানে গোলাগুলির ঘটনা হয়েছে বলে শুনেছি। তবে আমরা যাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

আহতদের উদ্ধার করে বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, আহতদের মধ্যে চারজন গুলিবদ্ধ। আর বাকি নয়জন এসেছেন বিভিন্ন ধারালো অস্ত্রের জখম নিয়ে। তবে কারও জীবন সংকটাপন্ন নয়।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী