হোম > অপরাধ > চট্টগ্রাম

চুরিতে বাধা দেওয়ায় লক্ষ্মীপুরে বৃদ্ধ দম্পতি হত্যা, ৬ জনের ‘স্বীকারোক্তি’

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদরে এক বৃদ্ধ দম্পতি হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, চুরিতে বাধা দেওয়ায় তাঁদের হত্যার কথা আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গতকাল সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, গত বছরের ১৮ অক্টোবর বৃদ্ধ সিদ্দিক উল্লাহ কিছু জায়গা বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফেরেন। ওই টাকা চুরির উদ্দেশ্যে রাতে বাড়িতে ঢোকেন মামলার আসামিরা। এ সময় চুরিতে সিদ্দিক উল্লাহ ও তাঁর স্ত্রী বাধা দেওয়ায় তাঁদের শ্বাসরোধ করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান আসামিরা। ঘটনার তিন দিন পর বাড়ি থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। 

পরদিন নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে তদন্তের পর আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রত্যেক আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তদন্তে ‘চুরি করার উদ্দেশ্যে তাঁদের হত্যা’ করা হয়েছে বলে জানা গেছে। এর বাইরে আর কোনো কারণ নেই। 

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার চররুহিতার কামরুল হাসান (২২), একই এলাকার বেলাল হোসেন বাহার (২৮) ও রুবেল হোসেন (২৫), শাকচর এলাকার কামরুল হাসান জুয়েল (২১), একই এলাকার মো. কাউছার হোসেন (২২) ও আবুল কাশেম খোকন (৪৮)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তাররা সবাই চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁদের আদালতে তোলা হবে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট