হোম > অপরাধ > চট্টগ্রাম

আদালতে বাবুল আক্তার

চট্টগ্রাম: মাহমুদা খানম মিতু হত্যায় দায়ের করা নতুন মামলায় সাবেক এসপি বাবুল আক্তারকে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে তোলা হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটায় তাঁকে বিশেষ পুলিশ পাহারায় আদালতে নিয়ে আসা হয়। এরা আগে বেলা ২টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুলসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

এর আগে বাবুল আক্তারের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (ব্যুরো)। প্রতিবেদনে মিতু হত্যাকাণ্ডে বাবুল আক্তার জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা।

প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পিবিআই মহানগর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, মিতু হত্যার মূল পরিকল্পনাকারী বাবুল আক্তার। তাঁকে শ্বশুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। তবে চূড়ান্ত প্রতিবেদনে অব্যাহতিপ্রাপ্ত আসামিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

 ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা খানম মিতু। তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।

মিতু হত্যাকাণ্ডের মোড় ঘুরতে শুরু করে ২০১৬ সালের ২৪ জুন ডিবি কার্যালয়ে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর। এসময় হত্যাকাণ্ডে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। ওই বছরের ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল