হোম > অপরাধ > চট্টগ্রাম

কক্সবাজারে স্কুলশিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলায় এক স্কুলশিক্ষিকা (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগী শিক্ষিকা উপজেলার পিএমখালীতে ভাগনির মেহেদি অনুষ্ঠান থেকে ফেরার পথে ঝিলংজায় ধর্ষণের শিকার হন। 

গত ১৯ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন। 

সেলিম উদ্দিন বলেন, মামলায় সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়াকে (২৮) প্রধান আসামি করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে। 

ভুক্তভোগী শিক্ষিকা এজাহারে অভিযোগ করেছেন, গত ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদরের পিএমখালীর মালিপাড়ায় এক ভাগনির মেহেদি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে পরিচয় হয় বেদার মিয়ার সঙ্গে। কিছুক্ষণ কথাও বলেন। পরদিন ১৯ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ওই স্বজনের বাড়ি থেকে ইজিবাইকে নিজ বাড়িতে ফেরার পথে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে বেদার ও তাঁর সহযোগীরা ভুক্তভোগী নারীকে টেনে তাঁদের ইজিবাইকে তুলে নেন। তারপর অস্ত্রের ভয় দেখিয়ে পাশের চান্দেরপাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে পালাক্রমে বেদারসহ তিনজন তাঁকে ধর্ষণ করেন। তখন ওই নারী চিৎকার ও কান্নাকাটি শুরু করলে তাঁরা পালিয়ে যান। 

জানা গেছে, ভুক্তভোগী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ঘটনার পর পরিবারের লোকজন থানায় যোগাযোগ করেন। 
 
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রামু থানা প্রথমে মামলাটি নেয়নি। পরে সোমবার (২২ আগস্ট) রাতে মামলা নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা। 

কক্সবাজার সদর মডেল থানার (পরিদর্শক) তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ পাওয়ার পরই মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী