রোহিঙ্গা শিবির থেকে ইয়াবা আনতে গিয়ে ধরা পড়ল মো. দেলোয়ার হোসেন (২২) নামের এক স্থানীয় যুবক। তিনি টেকনাফের হোয়াইক্যং উত্তরপাড়া এলাকার সোনা আলীর ছেলে।
সোমবার বেলা ৩টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শিবির থেকে ইয়াবা নিয়ে ফেরার সময় ওই যুবককে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাক উজ্জমান জানান, আর্মড পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা শিবির শফিউল্লাকাটার আওতাধীন এফডিএমএন ক্যাম্প–১৪–এর হাকিমপাড়া এলাকাধীন চিকনছেড়া কাটাতারের ভেতর নুরুল আমীনের বসতবাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছ থেকে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ৬ হাজার ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, শফিউল্লাহকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।