হোম > অপরাধ > চট্টগ্রাম

বিরল প্রজাতির বানর ও প্যাঁচা উদ্ধার, চারজনের দণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাচারের সময় দুইটি লজ্জাবতী বানর ও একটি প্যাঁচা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মোবারক হোসেন (২৭), সাদ্দাম হোসেন (২৭), মো. মহিউদ্দিন (২৪) ও মো. আজাহার সিকদার (৪০)। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, বান্দরবার জেলার আলীকদম থেকে দুটি লজ্জাবতী বানর ও একটি প্যাঁচা পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নেওয়া হয়। ভবর পেয়ে পুলিশ বন্যপ্রাণী উদ্ধারসহ চারজনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

ওসি জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিরল প্রজাতির প্রাণীগুলো ডুলাহাজরা সাফারি পার্কে পাঠানোর জন্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেনের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান ওসি। 

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫