হোম > অপরাধ > চট্টগ্রাম

স্বপ্ন অধরাই থেকে গেল আকবরের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকবর হোসেইন। রাজধানীর সূত্রাপুরে যে বাসায় থাকতেন সেটির জানালা দিয়ে দেখা যেত বাংলাদেশ ব্যাংকের সুউচ্চ ভবন। পড়ার টেবিলে বসলেই সে ভবনকে ঘিরেই তার চোখে খেলা করত একঝাঁক স্বপ্ন। সেদিকে তাকিয়েই একদিন স্থির করেছিলেন নিজের জীবনের লক্ষ্য। প্রতিজ্ঞা করেছিলেন একদিন বড় কর্তা হয়েই ওই ব্যাংকের আঙিনায় পা রাখবেন। এ জন্য বন্ধুদের সঙ্গে গ্রুপ করে চলছিল দিনরাত পড়াশোনাও।  অথচ কী থেকে কী হয়ে গেল!

হঠাৎ খবর এল চট্টগ্রামের এক ফ্লাইওভারের নিচে গুরুতর আহতাবস্থায় পাওয়া গেছে আকবরকে। নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে। এ খবর শুনে হতভম্ব তার পরিবার ও বন্ধুরা। কারণ তাদের কেউই জানেন না ঠিক কী কারণে চট্টগ্রামের এসেছিলেন ওই তরুণ।

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে মারা যান তিনি।

আইসিইউতে আকবরের সঙ্গে থাকা রুমমেট ও বন্ধু এস এম ফায়সাল বলেন, সে ছিল অনেক মেধাবী ও বুদ্ধিমান। তার স্বপ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হবে। অথচ হঠাৎ চলে গেল এই স্বপ্নবাজ মানুষটা।

নগর পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবু বকর সিদ্দিক তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আমরা বেশ কিছু সন্দেহ নিয়ে এগুচ্ছি।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত