হোম > অপরাধ > চট্টগ্রাম

স্বপ্ন অধরাই থেকে গেল আকবরের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকবর হোসেইন। রাজধানীর সূত্রাপুরে যে বাসায় থাকতেন সেটির জানালা দিয়ে দেখা যেত বাংলাদেশ ব্যাংকের সুউচ্চ ভবন। পড়ার টেবিলে বসলেই সে ভবনকে ঘিরেই তার চোখে খেলা করত একঝাঁক স্বপ্ন। সেদিকে তাকিয়েই একদিন স্থির করেছিলেন নিজের জীবনের লক্ষ্য। প্রতিজ্ঞা করেছিলেন একদিন বড় কর্তা হয়েই ওই ব্যাংকের আঙিনায় পা রাখবেন। এ জন্য বন্ধুদের সঙ্গে গ্রুপ করে চলছিল দিনরাত পড়াশোনাও।  অথচ কী থেকে কী হয়ে গেল!

হঠাৎ খবর এল চট্টগ্রামের এক ফ্লাইওভারের নিচে গুরুতর আহতাবস্থায় পাওয়া গেছে আকবরকে। নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে। এ খবর শুনে হতভম্ব তার পরিবার ও বন্ধুরা। কারণ তাদের কেউই জানেন না ঠিক কী কারণে চট্টগ্রামের এসেছিলেন ওই তরুণ।

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে মারা যান তিনি।

আইসিইউতে আকবরের সঙ্গে থাকা রুমমেট ও বন্ধু এস এম ফায়সাল বলেন, সে ছিল অনেক মেধাবী ও বুদ্ধিমান। তার স্বপ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হবে। অথচ হঠাৎ চলে গেল এই স্বপ্নবাজ মানুষটা।

নগর পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবু বকর সিদ্দিক তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আমরা বেশ কিছু সন্দেহ নিয়ে এগুচ্ছি।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ