হোম > অপরাধ > চট্টগ্রাম

স্বপ্ন অধরাই থেকে গেল আকবরের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকবর হোসেইন। রাজধানীর সূত্রাপুরে যে বাসায় থাকতেন সেটির জানালা দিয়ে দেখা যেত বাংলাদেশ ব্যাংকের সুউচ্চ ভবন। পড়ার টেবিলে বসলেই সে ভবনকে ঘিরেই তার চোখে খেলা করত একঝাঁক স্বপ্ন। সেদিকে তাকিয়েই একদিন স্থির করেছিলেন নিজের জীবনের লক্ষ্য। প্রতিজ্ঞা করেছিলেন একদিন বড় কর্তা হয়েই ওই ব্যাংকের আঙিনায় পা রাখবেন। এ জন্য বন্ধুদের সঙ্গে গ্রুপ করে চলছিল দিনরাত পড়াশোনাও।  অথচ কী থেকে কী হয়ে গেল!

হঠাৎ খবর এল চট্টগ্রামের এক ফ্লাইওভারের নিচে গুরুতর আহতাবস্থায় পাওয়া গেছে আকবরকে। নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে। এ খবর শুনে হতভম্ব তার পরিবার ও বন্ধুরা। কারণ তাদের কেউই জানেন না ঠিক কী কারণে চট্টগ্রামের এসেছিলেন ওই তরুণ।

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে মারা যান তিনি।

আইসিইউতে আকবরের সঙ্গে থাকা রুমমেট ও বন্ধু এস এম ফায়সাল বলেন, সে ছিল অনেক মেধাবী ও বুদ্ধিমান। তার স্বপ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হবে। অথচ হঠাৎ চলে গেল এই স্বপ্নবাজ মানুষটা।

নগর পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবু বকর সিদ্দিক তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আমরা বেশ কিছু সন্দেহ নিয়ে এগুচ্ছি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত