হোম > অপরাধ > চট্টগ্রাম

স্বপ্ন অধরাই থেকে গেল আকবরের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকবর হোসেইন। রাজধানীর সূত্রাপুরে যে বাসায় থাকতেন সেটির জানালা দিয়ে দেখা যেত বাংলাদেশ ব্যাংকের সুউচ্চ ভবন। পড়ার টেবিলে বসলেই সে ভবনকে ঘিরেই তার চোখে খেলা করত একঝাঁক স্বপ্ন। সেদিকে তাকিয়েই একদিন স্থির করেছিলেন নিজের জীবনের লক্ষ্য। প্রতিজ্ঞা করেছিলেন একদিন বড় কর্তা হয়েই ওই ব্যাংকের আঙিনায় পা রাখবেন। এ জন্য বন্ধুদের সঙ্গে গ্রুপ করে চলছিল দিনরাত পড়াশোনাও।  অথচ কী থেকে কী হয়ে গেল!

হঠাৎ খবর এল চট্টগ্রামের এক ফ্লাইওভারের নিচে গুরুতর আহতাবস্থায় পাওয়া গেছে আকবরকে। নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে। এ খবর শুনে হতভম্ব তার পরিবার ও বন্ধুরা। কারণ তাদের কেউই জানেন না ঠিক কী কারণে চট্টগ্রামের এসেছিলেন ওই তরুণ।

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে মারা যান তিনি।

আইসিইউতে আকবরের সঙ্গে থাকা রুমমেট ও বন্ধু এস এম ফায়সাল বলেন, সে ছিল অনেক মেধাবী ও বুদ্ধিমান। তার স্বপ্ন ছিল বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হবে। অথচ হঠাৎ চলে গেল এই স্বপ্নবাজ মানুষটা।

নগর পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবু বকর সিদ্দিক তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আমরা বেশ কিছু সন্দেহ নিয়ে এগুচ্ছি।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি