হোম > অপরাধ > চট্টগ্রাম

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা শিক্ষা অফিস। 

আজ সোমবার এ তথ্য নিশ্চিত করে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতেয়ার উদ্দীন আরাফাত জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ বিধি ২(খ) অনুচ্ছেদ মোতাবেক তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিনের স্বাক্ষরে এ বরখাস্তের আদেশ জারি হয়। 

অভিযুক্ত শিক্ষকের নাম মো. বেলায়েত হোসেন (৪২)। তিনি লামকুপাড়া এলাকার নুরুল হুদার ছেলে। তিনি ১ নম্বর রামগড় ইউনিয়নে থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। 

মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থী এবং তার অন্য এক বান্ধবীকে শ্রেণিকক্ষে অবস্থান করতে বলেন। তিনি শ্রেণিকক্ষে ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীকে প্রথম সারিতে এবং ভুক্তভোগী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে পেছনের সারিতে বসান। পরে ভুক্তভোগীকে নানাভাবে শারীরিকভাবে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ থাকায় অভিযুক্ত শিক্ষক তার হাতে ১০০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনাটি মাকে জানায়। এ ঘটনার কথা শুনে ভুক্তভোগীর মা স্থানীয়দের বিষয়টি অবহিত করেন। এবং গত শুক্রবার রামগড় থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্ত পলাতক শিক্ষক বেলায়েত হোসেনকে গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার রামগড় বাজারে সচেতন শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। 
 
এ বিষয়ে রামগড় থানার ওসি মো. শামসুজ্জামান জানান, আসামি গ্রেপ্তারের জোরালো প্রচেষ্টা চালানো হচ্ছে। খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত