নোয়াখালীর হাতিয়ায় ১৪২ পিস ইয়াবাসহ আক্তারুল ইসলাম বুলবুল (৪০) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বুলবুল গুল্লাখালী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি বুড়িরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।
হাতিয়া কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের একটি টিম। এ সময় বুলবুলের দেহ তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। কোস্টগার্ডের দাবি, বুলবুল ইয়াবাগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।
এদিকে আটক বুলবুলকে রাতেই হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে কোস্ট গার্ড বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেছে।
এ ব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, কোস্ট গার্ডের করা মামলায় বুলবুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।