হোম > অপরাধ > চট্টগ্রাম

উখিয়ায় দুই পক্ষের গোলাগুলিতে আরসা সদস্য নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠনের (আরসা) এক সদস্য মো. সেলিম (৩০) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুতুপালং ক্যাম্প ২-ওয়েস্টের সি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম ওই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে।

আজ বৃহস্পতিবার রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ক্যাম্পের মুন্না গ্রুপের দুষ্কৃতকারী ও কথিত আরসা সদস্যের মধ্যে গোলাগুলি হয়। এ সময় আরসা সদস্য সেলিম গুলিবিদ্ধ হন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সেলিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ জুন রাতে উখিয়ার ১৮ নম্বর বালুখালী ক্যাম্পে মো. আজিমুদ্দিন (৩৩) নামের এক ব্লকহেড মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করা হয়েছিল। এ সময় আরও এক মাঝিসহ দুই রোহিঙ্গা গুরুতর আহত হন। পরদিন রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার মধুরছড়া ক্যাম্পে মোহাম্মদ সুমেন (৩২) নামে আরও এক রোহিঙ্গাকে খুন করা হয়েছে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির