হোম > অপরাধ > চট্টগ্রাম

উখিয়ায় দুই পক্ষের গোলাগুলিতে আরসা সদস্য নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠনের (আরসা) এক সদস্য মো. সেলিম (৩০) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুতুপালং ক্যাম্প ২-ওয়েস্টের সি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম ওই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে।

আজ বৃহস্পতিবার রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ক্যাম্পের মুন্না গ্রুপের দুষ্কৃতকারী ও কথিত আরসা সদস্যের মধ্যে গোলাগুলি হয়। এ সময় আরসা সদস্য সেলিম গুলিবিদ্ধ হন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সেলিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ জুন রাতে উখিয়ার ১৮ নম্বর বালুখালী ক্যাম্পে মো. আজিমুদ্দিন (৩৩) নামের এক ব্লকহেড মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করা হয়েছিল। এ সময় আরও এক মাঝিসহ দুই রোহিঙ্গা গুরুতর আহত হন। পরদিন রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার মধুরছড়া ক্যাম্পে মোহাম্মদ সুমেন (৩২) নামে আরও এক রোহিঙ্গাকে খুন করা হয়েছে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ