হোম > অপরাধ > চট্টগ্রাম

১২ ফুট সড়কের ৯ ফুটই বেদখল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৯ নম্বর শিলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াহিদুরপাড়া সড়কটি বেদখল হয়ে গেছে। সরকারি বিধি মোতাবেক সড়কটি ১২ ফুট প্রস্থ হলেও বর্তমানে রয়েছে ৩ ফুটেরও কম। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্থানীয়রা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে গিয়ে সত্যতাও পেয়েছেন।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার শিলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ওয়াহিদুরপাড়া গ্রামের সড়কটি দিয়ে অন্তত ২৫০ পরিবারের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। জনগুরুত্বপূর্ণ এ সড়কে দীর্ঘদিন ধরে দখল প্রক্রিয়া চালিয়ে আসছেন স্থানীয় কিছু দখলদার।

শিলক মৌজার ১ নম্বর সিটের ৫৩১ ও ৫৩০-এর উত্তর পাশে এবং ৫৩৮ ও ৫৩৭ বিএস দাগের দক্ষিণ পাশে বর্তমান শিলক উপথানা থেকে পুকুরপাড় পর্যন্ত সরকারি বিধি মোতাবেক প্রায় ১২ ফুট রাস্তা বিদ্যমান রয়েছে। কিন্তু বর্তমানে সড়কটি দখল হতে হতে ৩ ফুটে এসে ঠেকেছে। এতে চরম বেকায়দায় প্রতিদিন যাতায়াত করছে স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সড়কটি দিয়ে বর্তমানে একটি লাশের খাটিয়াও বের করে আনা সম্ভব হয় না। সড়কের দুই পাশের লোকজন এটি দখল করেই চলেছে। বর্তমানেও সড়কটি দখল করে স্থাপনা নির্মাণের কার্যক্রম চলছে। এ বিষয়ে তাঁদের একাধিকবার বলেও কোনো লাভ হয়নি। বিষয়টি নিয়ে উপজেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জনস্বার্থে সড়কটি দখলমুক্ত করে হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবের অনুরোধ জানিয়েছেন তাঁরা। 

সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে সড়ক দখলের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। স্থানীয় তহশিলদারের মাধ্যমে দখলদারদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকাটি ডিসি অফিসে পাঠিয়ে উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ