হোম > অপরাধ > চট্টগ্রাম

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা–পুলিশ চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি,২টি এলজি,২টি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ ও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 

বুধবার বিকেলে পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিক উল্যার ছেলে রাশেদ (২৫), একই গ্রামের আবু সায়েদের ছেলে আব্দুস সালাম (২৪), শাকিল (২২), সুজন (২১) ও সুলতানপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাকিল (২৪)। 

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী রাশেদ, শাকিল ও আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র তাঁদের দুই সহযোগী শাকিল এবং সুজনের কাছে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে বেগমগঞ্জের আলাইয়াপুরে অভিযান চালানো হয়। এ সময় শাকিল ও সুজনকে গ্রেপ্তার করে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা আলাইয়াপুরে কিশোর রাশেদ হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। 

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত পাঁচজন কুখ্যাত খুনি ও পেশাদার সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট