হোম > অপরাধ > চট্টগ্রাম

নিখোঁজের ৪ দিন পর অটোচালকের মরদেহ মিলল বাগানে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের চার দিন পর মামুনুর রশিদ (২০) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বাকিপুর গ্রামের গাজী টিপু সুলতানের বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গত সোমবার থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটিসহ নিখোঁজ ছিলেন মামুনুর। তিনি বাকিপুর গ্রামের দিনমজুর কবির হোসেনের ছেলে। 

স্থানীয় ও পুলিশ জানায়, মামুনুর প্রতিদিনের মতো সোমবার সকালে নিজের অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন থেকে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। ঘটনার পরদিন মঙ্গলবার মামুনুরের বাবা বেগমগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

শুক্রবার সকালে গাজী টিপু সুলতানদের বাড়ির এক নারী বাগানের ভেতরে সুপারি কুড়াতে যান। এ সময় তিনি বাগানের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। এ সময় লোকজন এগিয়ে আসে এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে বাগানের ভেতরে ফেলে রাখা হয়েছিল। তবে তাঁর ব্যবহৃত অটোরিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার