হোম > অপরাধ > চট্টগ্রাম

নিখোঁজের ৪ দিন পর অটোচালকের মরদেহ মিলল বাগানে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের চার দিন পর মামুনুর রশিদ (২০) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বাকিপুর গ্রামের গাজী টিপু সুলতানের বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গত সোমবার থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটিসহ নিখোঁজ ছিলেন মামুনুর। তিনি বাকিপুর গ্রামের দিনমজুর কবির হোসেনের ছেলে। 

স্থানীয় ও পুলিশ জানায়, মামুনুর প্রতিদিনের মতো সোমবার সকালে নিজের অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন থেকে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। ঘটনার পরদিন মঙ্গলবার মামুনুরের বাবা বেগমগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

শুক্রবার সকালে গাজী টিপু সুলতানদের বাড়ির এক নারী বাগানের ভেতরে সুপারি কুড়াতে যান। এ সময় তিনি বাগানের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। এ সময় লোকজন এগিয়ে আসে এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে বাগানের ভেতরে ফেলে রাখা হয়েছিল। তবে তাঁর ব্যবহৃত অটোরিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা