হোম > অপরাধ > চট্টগ্রাম

প্রাথমিক বিদ্যালয়ে চাঁদা চাইতে গিয়ে ‘পত্রিকার সম্পাদক’ আটক

প্রতিনিধি, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া)

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদা চাইতে গিয়ে আটক হয়েছেন আলী আযম নামে এক ব্যক্তি। তিনি একটি স্থানীয় দৈনিকের সম্পাদক বলে দাবি করেছেন। এ সময় তাঁর এক সহযোগী আশিকুর রহমান রনি পালিয়ে যান। আশিকুর নিজেকে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি বলে দাবি করেছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক আলী আযম ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক বলে দাবি করেন। 

শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, সকালে স্কুলে শিক্ষকেরা যার যার ক্লাসে নিয়মিত কাজ করছিলেন। এ সময় আলী আযম ও আশিকুর রহমান রনি এসে নিজেদের সাংবাদিক ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দেন। পরে তাঁরা স্কুলের হাজিরা খাতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপন নথি দেখতে চান। শিক্ষকেরা তা দেখাতে না চাওয়ায় আলী আযম ও আশিকুর রহমান ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের গালাগাল শুরু করেন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করার হুমকি দেন। শিক্ষকেরা তাঁদের অপরাধ কী জানতে চাইলে দুজন বিষয়টি সমাধান করার প্রস্তাব দেন। কীভাবে সমাধান করতে হবে জানতে চাইলে আলী আযম ও আশিকুর রহমান ২০ হাজার টাকা দাবি করেন। কেন টাকা দিতে হবে-শিক্ষকেরা এই কথা বললে দুজনে আবার উত্তেজিত হয়ে গালাগাল দিতে থাকেন। বিষয়টি নজরে পড়লে এলাকাবাসী এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে আশিকুর রহমান পালিয়ে যান। এলাকাবাসী আলী আযমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লাল মিয়া বকসী বাদী হয়ে আলী আযম ও আশিকুর রহমান রনির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় চাঁদাবাজি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছেন। 

আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান বলেন, আলী আযমকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ