হোম > অপরাধ > চট্টগ্রাম

মদ্যপ অবস্থায় বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মদ্যপ অবস্থায় বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মংরে মারমা (৩৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

আজ সোমবার সকালে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের নোয়াপাড়ার লতাঝিড়ি (বই খ্যং) এলাকায় এক পাহাড়ের জুম ঘর থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। 
 
নিহতের নাম ক্যথুইপ্রু মারমা (৩৫)। তিনি ওই এলাকার ক্যবাইচিং মারমার ছেলে। অভিযুক্ত মংরে মারমা একই এলাকার মেদোশে মারমার ছেলে। 

স্থানীয়রা জানান, ক্যথুইপ্রু মারমা ও মংরে মারমা দুজন ঘনিষ্ঠ বন্ধু। গতকাল বিকেলে মংরে মারমা ও ক্যথুইপ্রু মারমা মদ খাওয়ার জন্য পাশের পাহাড়ের জুম ঘরে যান। রাতে ক্যথুইপ্রু ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে। পরে আজ সকালে জুম ঘরে বস্তাবন্দী অবস্থায় ক্যথুইপ্রু মারমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এই ঘটনার পর থেকে মংরে মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে কথা-কাটাকাটির জেরে মংরে মারমা ক্যথুইপ্রু মারমাকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

 ২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উনুমং মারমা জানান, এক ব্যক্তি তাঁর বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী