হোম > অপরাধ > চট্টগ্রাম

আশুগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট ও সার্জেন্ট আটক

প্রতিনিধি, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ম্যাজিস্ট্রেট ও সার্জেন্ট পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ  বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেট এলাকায় গাড়ি থামিয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সার্জেন্ট পরিচয়ে চাঁদাবাজি করার সময় তাদের আটক করা হয়। 

আটকেরা হলেন, নবীনগর উপজেলার বড়াইল আলগাহাটির মো. দুলাল মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (৩০) ও আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর নজরপাড়ার শফিকুল ইসলাম ওরফে শুক্কুর আলীর ছেলে মো. জাহিদ হাসান (২৭)। 

আশুগঞ্জ থানা-পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) এইচ এম মনিরুল ইসলাম জানান, বুধবার রাতে রাকিব ও জাহিদ ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ পেট্রল পাম্প সংলগ্ন রেলগেট এলাকায় একটি নীল রঙ্গের মোটরসাইকেল আড়াআড়িভাবে রেখে গাড়ির গতিরোধ করে। তারা একটি কলার গাড়ি (পিকআপ) আটক করে গাড়িতে অবৈধ মাল আছে উল্লেখ করে ২০ হাজার টাকা দাবি করে। এ সময় রাকিব নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জাহিদ নিজেকে পুলিশের সার্জেন্ট বলে পরিচয় দেয়। টাকা না দিলে গাড়ি আটকিয়ে মামলা দেওয়াসহ চালক ও ব্যবসায়ীকে গ্রেপ্তারের হুমকি দেয়। তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসে। আটক রাকিব ও জাহিদ তাদের সঙ্গেও নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেয়। কিন্তু জিজ্ঞাসাবাদে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয়। 

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজাদ রহমান জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে পিকআপে থাকা ওই কলা ব্যবসায়ী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু