হোম > অপরাধ > চট্টগ্রাম

মৃত নারী-শিশুদের ধর্ষণের আসামির ৩ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে এক মৃত নারী ও শিশু ধর্ষণের মামলায় পাহারাদার মো. সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ। এর আগে গতকাল সোমবার সেলিমকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা করে।

জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৩২ বছরের এক মৃত নারীর সঙ্গে এবং সে বছর এপ্রিলে ১২ বছর বয়সী শিশুর মৃতদেহ চমেক হাসপাতালের লাশকাটা ঘরে আনা হয়েছিল। এদের মরদেহের ‘হাই ভেজাইনাল সোয়াব (এইচভিএস) ’ পরীক্ষার জন্য সিআইডির ঢাকা ল্যাবরেটরিতে পাঠিয়েছিলেন। পরীক্ষায় দুই মরদেহে শুক্রাণু পাওয়া যায়। পরীক্ষকেরা যা ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ে একই ব্যক্তির বলে নিশ্চিত হন।

সুরতহাল প্রতিবেদনে ভুক্তভোগী দুজনের ধর্ষণ বা আঘাতের কোনো আলামত না থাকলেও এদের দেহে একই ব্যক্তির শুক্রাণু পাওয়ার বিষয়ে প্রাথমিক তদন্তে তা সেলিমের বলে নিশ্চিত হয়ে সি আইডি সেলিমকে জিজ্ঞাসাবাদ করে। সেলিম মৃত নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার বিষয়টি স্বীকার করেন। গতকাল সিআইডি পুলিশ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী