হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে অটোচালককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাদুরতলায় কথা-কাটাকাটির জেরে এক সিএনজিচালিত অটোরিকশার চালককে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্থানীয় এক যুবক। নিহত অটোচালকের নাম মো. নুরুল হক (৫৩)। গতকাল বুধবার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নুরুল হক নগরের বাকলিয়ার মিয়াখান নগরের স্থানীয় হলেও চান্দগাঁওয়ের খাজা রোডের পাক্কার দোকানের পাশে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক জনিকে। তিনি নগরের শুলকবহর এলাকার স্থানীয় বাসিন্দা। 

এ ঘটনায় অভিযুক্ত মো. জনি (৩৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশি রেখে একটি দোকানে চা খেতে গিয়েছিলেন নুরুল হক। সেখানে জনির সঙ্গে তাঁর ধাক্কা লাগলে শুরু হয় কথা-কাটাকাটি। এর জেরেই জনি ছুরি দিয়ে নুরুল হককে ছুরিকাঘাত করে। সেখানে গুরুতর জখমে আহতাবস্থায় তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। রাতে সেখানে তিনি মারা যান।’

মামলার তদন্ত কর্মকর্তা (উপপরিদর্শক) নুরুল আলম বলেন, ‘জনি এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাকে আমরা গ্রেপ্তার করেছি। এ ঘটনায় ১৬৪ ধারায় তার জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।’

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি