হোম > অপরাধ > চট্টগ্রাম

রোহিঙ্গা কিশোরীকে আটকে রেখে ৪ মাস ধরে ধর্ষণের অভিযোগ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণকেন্দ্র থেকে এক কিশোরীকে (১৪) ৩০ হাজার টাকায় কিনে এনে চার মাস ধরে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো. মহি উদ্দিন চৌধুরী ও ইউপি সদস্য মো. নুর আলমের সহায়তায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পরে চরজব্বার থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

ওই কিশোরীর বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মো. মহি উদ্দিন চৌধুরী জানান, গত ৪ মাস আগে দালালের মাধ্যমে ওই কিশোরীকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে কিনে সুবর্ণচরে নিয়ে আসেন এক যুবক। পরে উপজেলার খাসেরহাট রাস্তার মাথা এলাকার একটি বাড়িতে স্ত্রী পরিচয়ে আটকে রেখে ওই কিশোরী ধর্ষণ করা হয়। একদিন ওই যুবক বাড়িতে না থাকায় তাঁর অপর সহযোগীও কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারলে কিশোরীকে একা রেখে পালিয়ে যান তাঁরা। পরে ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন স্থানীয়রা। 

মো. মহি উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘স্থানীয়রা আমাকে বিষয়টি জানালে ওই কিশোরীকে উদ্ধার করি। পরে চরজব্বার থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’ 
 
ভুক্তভোগী কিশোরী জানায়, অভিযুক্ত ওই যুবক তাকে বিয়ে করেননি। তবে সে ওই যুবককে বিয়ে করতে চায়। তবে, ওই যুবকের এক সহযোগী তাকে ধর্ষণের চেষ্টা করেছে। 

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ভুক্তভোগী কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ