হোম > অপরাধ > চট্টগ্রাম

স্বামীরটি ফেলে দিয়ে চাতাল সর্দারের দেওয়া সিম ব্যবহার করতেন লিমা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মিষ্টিতে বিষ মিশিয়ে দুই শিশু সন্তানকে হত্যায় ঘটনায় স্ত্রী লিমা বেগম ও তাঁর প্রেমিকের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন শিশু দুটির বাবা মো. ইসমাইল হোসেন। 

আজ বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবেদকের সঙ্গে ইসমাইলের কথা হয়। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। সিলেটে একটি ইটভাটায় শুধু স্লিপ বিতরণের কাজ করেন। 

ইসমাইল বলেন, ‘আমার স্ত্রী লিমা বেগম বাড়িতে থাকে। পাশাপাশি একটি চাতাল কলে কাজ করে। আমি দূরে থাকায় যোগাযোগ করার জন্য লিমাকে একটি ফোন ও সিম দিয়েছিলাম। কয়দিন পর সে আমার দেওয়া সেই সিম পরিবর্তন করে ফেলে। আমি তাঁকে জিজ্ঞাসা করি কেন, এই সিম কেন পরিবর্তন করা হলো। তখন মিল সর্দার সফিউল্লাহ ওরফে সফো সর্দার বলেন, তোমার নম্বর অনেকে জানে, তোমার স্ত্রীকে অনেকে ফোন করে বিরক্ত করে, তাই আমি একটি সিম দিয়েছি।’ 

ইসমাইল জানান, এর পর থেকে স্ত্রীকে তাঁর সন্দেহ হচ্ছিল। সেই সন্দেহ আজ বাস্তবে পরিণত হলো উল্লেখ করে শোকে কাতর ইসমাইল বলেন, ‘আমার সন্তান ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানকে (৫) তারা দুজনে মিলে মিষ্টিতে বিষ মিশিয়ে হত্যা করেছে।’ স্ত্রী লিমা বেগম ও তাঁর পরকীয়া প্রেমিক চাতাল মিল সর্দার সফিউল্লাহ ওরফে সফো সর্দারের ফাঁসি দাবি করেন তিনি। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ‘মোবাইল ফোনের সূত্র ধরেই মামলার তদন্তে আগাই। লিমা বেগমের ফোন পর্যালোচনা করে দেখা যায় ঘণ্টার পর ঘণ্টা কথা হয় একটি ফোন নম্বরে। কিন্তু যে নম্বরে এত কথা হয় সেই নম্বর তাঁর স্বামীর নয়। সেই নম্বরটি চাতাল মিল সর্দার সফিউল্লাহ ওরফে সফো সর্দারের। তারপর আমরা নিশ্চিত হই লিমা বেগম পরকীয়া প্রেমে আসক্ত।’

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে