হোম > অপরাধ > চট্টগ্রাম

শিবচরে নাতনিকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সম্পর্কে শিশুটির দূর সম্পর্কের নানা হন। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার (১৩ মার্চ) বিকেলে তাঁকে উপজেলার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল দুপুরে শিশুটির মা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে শিবচর থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘গতকাল একটি শিশুকে ধর্ষণের খবর পাই। পরে মেয়েটির মা বাদী হয়ে মামলা করেন। আমরা সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করি। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। এ সময় নুরুল ইসলাম একটি গুদামে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন লোকজনের উপস্থিতি দেখে পালিয়ে যান নুরুল ইসলাম। পরে শিশুটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিশুটির মা আজকের পত্রিকাকে বলেন, ‘নুরুল ইসলাম আমার দূর সম্পর্কের চাচা হন। গতকাল সকালে তিনি আমার মেয়েকে ধর্ষণ করেছেন। আমি তাঁর বিচার চাই।’

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল