হোম > অপরাধ > চট্টগ্রাম

ক্রিকেট জুয়ার দেনা পরিশোধ করতে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী অমর সরকার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঋণ করে জুয়া খেলার পর জুয়ার দেনা পরিশোধের জন্য তাঁকে হত্যা করেছেন দোকানের কর্মচারী জয় বিশ্বাস অনিক (২২) ও তাঁর সহযোগী হৃদয় সূত্রধর (২২)। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ সুপার বলেন, অনিক ও হৃদয় দুজনই বন্ধু। অনিক বর্তমানে এই দোকানের কর্মচারী হিসেবে কাজ করলেও হৃদয় গত এক বছর আগে একই দোকানের কর্মচারী হিসেবে কাজ করেছিলেন। তাঁরা আইপিএল ও বিপিএলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে জুয়া খেলতেন। এতে তাঁরা প্রায় আড়াই লাখ টাকার মতো দেনায় পড়ে যান। এই ঋণ পরিশোধের জন্য তাঁরা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। দুজনই জানতেন তাঁদের দোকানের মালিক রাতে বিভিন্ন স্বর্ণালংকার ও টাকাপয়সা নিয়ে বাসায় ফেরেন, যা বিক্রি করে কয়েক লাখ টাকা পাওয়া যেতে পারে। 

মিলন মাহমুদ বলেন, গত সোমবার রাতে দোকান বন্ধ করে আত্মীয়ের বাসায় যান অমর সরকার। সঙ্গে তাঁর কর্মচারী অনিকও ছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে হৃদয় অমর সরকারের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। পরে অনিক ও হৃদয় মিলে তাঁর মৃত্যু নিশ্চিত করেন। 

পুলিশ সুপার আরও বলেন, ওই দিন রাতে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় স্বর্ণ ব্যবসায়ী অমর ভক্ত সরকারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর কর্মচারী অনিককে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অনিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। 

পরে তাঁর সহযোগী হৃদয় সূত্রধরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ৪০ ভরি লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ ১৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি, রক্তমাখা হ্যান্ডগ্লাভস, নিহতের স্বর্ণালংকার রাখার কাপড়ের হতব্যাগ দুটি উদ্ধার করা হয়েছে। আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, ইন্সপেক্টর তদন্ত মো. মফিজুল ইসলামসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল