হোম > অপরাধ > চট্টগ্রাম

ভারতে পাচারকালে মাছসহ ৩ পাচারকারী আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে পিকআপ ভ্যান ভর্তি মাছসহ তিন পাচারকারীকে আটক করেছে টাস্কফোর্স দল। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।

জানা গেছে, আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ এলাকায় অভিযান চালিয়ে ভারতে অবৈধভাবে মাছ পাচারকালে মূল হোতা সফিক, আড়তদার ইসমাঈল ও পিকআপ ভ্যানের চালক মোশাররফকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ২৭০ কেজি শিং মাছ, একটি পিকআপ ভ্যান ও সাতটি মোবাইল জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে দেওয়া হয়েছে। পরে আটককৃতদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, সীমান্তপথে অবৈধভাবে ভারতে মাছ পাচারের বিষয় নিয়ে জেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে যৌথভাবে গঠিত টাস্কফোর্স দল অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে মাছভর্তি পিকআপ ভ্যানসহ তিনজনকে আটক করেছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ