হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে বন্দুক ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ছয়টি বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ মোক্তার হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়া থেকে তাঁকে আটক করা হয়।

আটক মোক্তার হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমপাড়ার হাজি নূর আলীর ছেলে। তিনি অস্ত্র ব্যবসায়ী বলে জানা গেছে।

এ বিষয়ে র‍্যাব জানিয়েছে, আটক মোক্তার হোসেন অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিলেন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে তনটি ওয়ান শুটারগান, একটি ডিবিবিএল, একটি এসবিবিএল ও একটি থ্রি কোয়ার্টার গান রয়েছে। এ ছাড়া তিন রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচ রাউন্ড খালি খোসাও উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫-এর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়ার নুরুল হুদা মেম্বারের আমবাগানের দক্ষিণ পাশে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোক্তার হোসেনকে আটক করা হয়। তাঁকে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

র‍্যাবের অধিনায়ক আরও বলেন, ‘মোক্তার হোসেন যেসব সন্ত্রাসীর কাছে অস্ত্র বিক্রি করেছেন, তাদের তথ্য পাওয়া গেছে। তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।’

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী