হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে বন্দুক ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ছয়টি বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ মোক্তার হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়া থেকে তাঁকে আটক করা হয়।

আটক মোক্তার হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমপাড়ার হাজি নূর আলীর ছেলে। তিনি অস্ত্র ব্যবসায়ী বলে জানা গেছে।

এ বিষয়ে র‍্যাব জানিয়েছে, আটক মোক্তার হোসেন অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিলেন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে তনটি ওয়ান শুটারগান, একটি ডিবিবিএল, একটি এসবিবিএল ও একটি থ্রি কোয়ার্টার গান রয়েছে। এ ছাড়া তিন রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচ রাউন্ড খালি খোসাও উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫-এর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়ার নুরুল হুদা মেম্বারের আমবাগানের দক্ষিণ পাশে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোক্তার হোসেনকে আটক করা হয়। তাঁকে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

র‍্যাবের অধিনায়ক আরও বলেন, ‘মোক্তার হোসেন যেসব সন্ত্রাসীর কাছে অস্ত্র বিক্রি করেছেন, তাদের তথ্য পাওয়া গেছে। তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।’

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত