হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে বন্দুক ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ছয়টি বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ মোক্তার হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়া থেকে তাঁকে আটক করা হয়।

আটক মোক্তার হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমপাড়ার হাজি নূর আলীর ছেলে। তিনি অস্ত্র ব্যবসায়ী বলে জানা গেছে।

এ বিষয়ে র‍্যাব জানিয়েছে, আটক মোক্তার হোসেন অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিলেন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে তনটি ওয়ান শুটারগান, একটি ডিবিবিএল, একটি এসবিবিএল ও একটি থ্রি কোয়ার্টার গান রয়েছে। এ ছাড়া তিন রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচ রাউন্ড খালি খোসাও উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫-এর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়ার নুরুল হুদা মেম্বারের আমবাগানের দক্ষিণ পাশে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোক্তার হোসেনকে আটক করা হয়। তাঁকে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

র‍্যাবের অধিনায়ক আরও বলেন, ‘মোক্তার হোসেন যেসব সন্ত্রাসীর কাছে অস্ত্র বিক্রি করেছেন, তাদের তথ্য পাওয়া গেছে। তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।’

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম