কক্সবাজারের টেকনাফে স্বামীর হাতে সন্তান সম্ভবা গৃহবধূকে খুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূ ইসলাম খাতুন (৩৫) সৈয়দ হোসেইনের স্ত্রী। এ ঘটনায় স্বামী সৈয়দ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোজাহের মিয়ার ছেলে।
স্থানীয় ও অভিযোগকারী সূত্র জানায়, মঙ্গলবার সকাল বেলা স্থানীয় বাহারছড়া কচ্ছপিয়া করাচি পাড়া এলাকায় নিজের ৬ মাসের সন্তান সম্ভবা স্ত্রীকে ওড়না পেঁচিয়ে খুন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে গ্রেপ্তার করে।
টেকনাফ থানার ওসি তদন্ত আবদুল আলিম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।