হোম > অপরাধ > চট্টগ্রাম

বান্দরবানে অপহরণের ১৫ দিন পর মুক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানের রুমা উপজেলায় অপহরণের ১৫ দিন পর ফিরে এলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন (৫৪)। গতকাল শুক্রবার বেলা একটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে গত ১৭ মার্চ (শুক্রবার) বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ তাঁকে অপহরণ করেছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যে জানা যায়। আনোয়ার হোসেন সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট। 

বর্তমানে আনোয়ার হোসেন স্থানীয় সেনাক্যাম্পে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ১৭ মার্চ (শুক্রবার) রুমা উপজেলার বগা লেক-কেওক্রাডাং সড়ক নির্মাণকাজের প্রকল্প এলাকা থেকে অস্ত্রের মুখে সাবেক এই সেনা কর্মকর্তাসহ তিনজনকে অপহরণ করা হয়। কয়েক দিন পর ট্রাকচালক মো. মামুন (২৯) এবং শ্রমিক আব্দুর রহমানকে (২৭) ছেড়ে দিলেও, আনোয়ার হোসেনকে আটকে রাখে। এরপর নানামুখী তৎপরতা চালায় বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী। অপহরণের ১৫ দিন পর গতকাল দুপুরে অপহরণকারীরা বগা লেক-কেওক্রাডাং সড়কের পার্শ্ববর্তী এলাকায় তাঁকে ছেড়ে দেয় বলে জানায় পুলিশ। আনোয়ার হোসেনের উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে রুমা বগা লেক আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বগা লেক ক্যাম্পেই রয়েছেন। 

এ বিষয়ে রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সার্জেন্ট মো. আনোয়ার হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে কেএনএফের তরফে থেকে অন্য দুজন শ্রমিককে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তিনি স্থানীয় সেনা ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল