হোম > অপরাধ > চট্টগ্রাম

চাল ধার নিয়ে বাগ্‌বিতণ্ডা, শ্যালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে চাল ধার দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় শ্যালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। 

আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের প্যান্ডলপাড়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ভাগনেকে আটক করেছে পুলিশ।

নিহত শাহ আলম (২৮) প্যান্ডলপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে। আটক ভাগনে জাফর আলমের ছেলে রশিদ আহমদ (২০)।

কনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, কয়েক দিন আগে বড় বোনের কাছ থেকে শাহ আলমের স্ত্রী দুই কেজি চাল ধার নেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধার নেওয়া চাল ফেরত দেন। কিন্তু ফেরত দেওয়া চালগুলো নিম্নমানের দাবি করে শাহ আলমের স্ত্রীর সঙ্গে বড় বোনের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে আজ সকালে শাহ আলমের সঙ্গে দুলাভাই জাফর আলমের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক শাহ আলম আহত হন।

ওসি আরও বলেন, পরে স্থানীয়রা শাহ আলমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের চিকিৎসক তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠান।

জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, আজ বেলা ১২টায় টেকনাফ থেকে ছুরিকাহত যুবককে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি