হোম > অপরাধ > চট্টগ্রাম

মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী সুবর্ণচর উপজেলার আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট আঞ্চলিক মহাসড়কের চরজুবিলী ৮ নম্বর অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মরদেহ উদ্ধার করে থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দিনের বেলায় তাঁকে উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখা যেত। 

চরজব্বার থানার পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে কোনো এক সময় যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

পুলিশের সূত্রে জানা যায়, নিহতের পরনে লুঙ্গি ও মুখে কাঁচা-পাকা দাড়ি আছে। এ ছাড়া নিহতের মাথার ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও